সভাপতি

প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উতসাহ প্রদান করা হচ্ছে। আমার মতে, একটি প্রতিষ্ঠান একটি পরিবারের মতো হওয়া দরকার। যেখানে ছাত্র/ছাত্রী এবং শিক্ষক/শিক্ষিকার মধ্যে সুসম্পর্ক ও বন্ধসুলব আচরন করা বাঞ্চনীয়। এবং একই প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের মধ্যে আন্তরিকতা বজায় রাখা শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সম্মান প্রদর্শন এবং আন্তরিক সুসম্পর্ক স্থাপন করার ভাবমূর্তি প্রদর্শন। এই সদাচরণ ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম অতি সুষ্ঠ, স্বাভাবিক এবং অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা হওয়া সম্ভব। শুধু তাই নয় একটি প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সদস্যদেরকও আন্তরিকতার সহিত নিজস্ব প্রতিষ্ঠানেকে নিজস্ব পরিবাররূপী মনে পোষন করে কঠোর দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া অথ্যাবশ্যক কাম্য। এতে যেমন একটি প্রতিষ।টানের সৌন্দর্যতা বৃদ্ধি পায়, ঠিক তেমনি প্রতিষ।টানের পাঠদানও অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। সুতরাং শিক্ষার্থীদের আগামী দিনের সুন্দর ভবিষ্যত দানে আমাদের ঐক্যবদ্ধ থাকা খুব জরুরী। বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট চালু হওয়ায় প্রধান শিক্ষক সহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। নারায়ন দাশ সভাপতি, ম্যানেজিং কমিটি বিবিয়ানা আদর্শ উচ্ছ বিদ্যালয়, হলিমপুর।

 

Copyright © 2020, bibiyanaadarshas.edu.bd